বাগমারায় চরমপন্থী ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: র‍্যাব-৫ এর একটি দল এ অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারায় চরমপন্থী ও সন্ত্রাসীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। শুক্রবার ভোররাতে উপজেলার সুলতানপুর নামক এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। 

উদ্ধার করা অস্ত্রের মধ্যে বোমা ও ককটেল তৈরীর কাজে ব্যবহৃত ৪ কেজি ১৫০ গ্রাম গানপাউডারও আছে।

এছাড়া আছে ১৯টি চাইনিজ কুড়াল, ১৮টি ধারালো হাসুয়া, ৫টি কুড়াল, ৮টি ধারালো বড় ছুরি, ৪টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি ও ১ রাউন্ড শর্টগানের রাবার বুলেট।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাবের গোয়েন্দা দল জানতে পারে যে, সুলতানপুর গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে চরমপন্থী ও সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে তাদের ব্যবহৃত অস্ত্র সরঞ্জামাদি ফেলে রেখে গেছে। এরই প্রেক্ষিতে র‍্যাব সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

সন্ত্রাসীদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র বাগমারা থানায় হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে র‍্যাব।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال