১০ দিনে এলো ৮১ কোটি ডলার রেমিট্যান্স

 


বিটিবি নিউজ ডেস্ক: দেশে দীর্ঘদিন ধরে চলছে ডলার সংকট। চলতি মে মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা ৮১ কোটি ৩৭ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ১০ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ৭১ কোটি ৫১ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স।

এই সময়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংগুলোর মাধ্যমে প্রবাসীরা ৯ কোটি ৩৯ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত দুই ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৮ লাখ ডলার। আর দেশে কার্যরত বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে একই সময়ে ২৮ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে।

বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১৭ টাকা। এর ওপর সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেয়।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال