Full width home advertisement

বাংলাদেশ

বিদেশ

ধর্ম

স্বাস্থ্য

কৃষি ও অর্থনীতি

Post Page Advertisement [Top]



 বিটিবি নিউজ ডেস্ক: ২০১৩ সালের পর থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছে ২০০৬ সালে। এরপর ২০০৮ সালে এশিয়া কাপই পাকিস্তানের মাটিতে ভারতের শেষ ম্যাচ ছিল। পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে দর্শক সবাই চায় ভারতীয় দল পাকিস্তান সফর করুক। যদিও সেটা সম্ভব হবে কিনা সেটা নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর। আগামী বছরই পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে ভারত অংশ নেবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অংশ নিলেও ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে।

এখন আইসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের ম্যাচ দেখা যায় না। এনিয়ে আক্ষেপ আছে পাকিস্তানি ক্রিকেট ভক্তদেরও। ২০২২ সালে নেপালে ঘুরতে গিয়ে পাকিস্তানি পর্বত আরোহী শেহরোজের সঙ্গে পরিচয় হয়েছিল এক ভারতীয় ব্যক্তির। যার পরিচয় ছিল বিরাট কোহলির সঙ্গেও। তার মাধ্যমেই ভারতীয় এই ব্যাটারের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ হয় শেহরোজের। সেই সময় কোহলিকে পাকিস্তানে আসার আমন্ত্রণ জানান এই তরুণ পর্বত আরোহী।

জবাবে কোহলি বলেন, ‘তোমার পরিবারকে আমার শুভেচ্ছা জানিয়ো। আশা করছি, আমরা শিগগিরই পাকিস্তান সফর করব। সবাই-ই তো এখন পাকিস্তানে সফর করতে শুরু করেছে।’

কোহলির এমন মন্তব্য চোখে পড়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির। তিনি জানিয়েছেন, ‘আমি বিরাটের কাছ থেকে এমন বক্তব্যই আশা করি। আমি বিরাটকে স্বাগত জানাই, তা সে পিএসএলে আসুক বা ভারত দলের হয়েই আসুক।’-অর্থসূচক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]