বিটিবি নিউজ ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাডিয়াট্রিক সার্জন হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধ্যাপক ডা. মো. আবু জাফরকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি অধ্যাপক ডা. মো. রোবেদ আমিনের স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে রোবেদ আমিনকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন