Full width home advertisement

বাংলাদেশ

বিদেশ

ধর্ম

স্বাস্থ্য

কৃষি ও অর্থনীতি

Post Page Advertisement [Top]

 

বিটিবি নিউজ ডেস্ক: বিশ্বখ্যাত ইসলামি বক্তা ডা. জাকির নায়েক করাচি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, করাচি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সিন্ধ গভর্নর কামরান টেসোরি সম্মানসূচক এ ডিগ্রি প্রদান করেন । 

 কামরান টেসোরি বলেন, ‘ইসলামের জন্য সেবার স্বীকৃতি হিসেবে ড. নায়েককে এই সম্মানসূচক ডিগ্রি দেয়া হয়েছে। আমরা আশা করি তিনি সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে ইসলাম নিয়ে তার আলোচনা জারি রাখবেন।’

বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত বক্তা জাকির নায়েক। ইতিমধ্যে তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাত করেছেন। করাচিতে জনসমাবেশে বক্তব্যও রেখেছেন। আগামী ১২-১৩ অক্টোবরে লাহোর ও ১৯-২০ অক্টোবর ইসলামাবাদে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Bottom Ad [Post Page]